আরিফ রববানী, ময়মনসিংহ।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে ৬০জন সদস্যদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরন কর্মসুচীর উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, সালমা আক্তার কাকন,
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণসহ উপজেলা আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণগণ উপস্থিত ছিলেন । সামাজিক দুরত্ব বজায় রেখে সুষ্ঠ ভাবে ত্রান সমগ্রী বিতরণ করেন।
ত্রাণ সমগ্রী মধ্যে রয়েছে চাল,ডাল,পিয়াজ,আলু,
সাবান, মাস্ক সহ নানা ধরনের সামগ্রী। এাণ প্রদান কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত আনসার ও ভিডিপি সদস্যদের নানা সেবামূলক কাজের কথা বলেন এবং ভবিষ্যতেও যেন তারা সকল কাজে সহায়তা করে এই প্রত্যাশা ব্যক্ত করেন।