আরিফ রববানী, ময়মনসিংহ।।
ভালুকা উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত জনপ্রিয় ভাইস চেয়ারম্যান ও মময়মনসিংহ জেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। তিনি তার জীবনের প্রতিটি মুহর্ত দেশ ও দেশের মানুষকে নিয়ে ভাবতেন। দেশের মানুষের প্রতি ছিলো তার অগাধ ভালোবাসা ও বিশ্বাস। আর এই ভালোবাসা ও বিশ্বাসের মধ্যে দিয়েই দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন তিনি।
তিনি বলেন-যুদ্ধবিদ্ধস্ত একটি দেশকে মাত্র সাড়ে ৩ বছরে মধ্যে একটি শক্ত ভিতের ওপর দ্বার করিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যারা স্বাধীন বাংলাদেশকে মেনে নিতে পারেনি, যারা মহান স্বাধিনতা যুদ্ধে বিরোধিতা করেছে তারাই জাতির পিতাকে হত্যা করেছে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা ছিলেন বলেই আজ আমরা বাংলাদেশ পেয়েছি। বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন দেশ ও মানচিত্র পেয়েছি। ৭৫’র ১৫ আগস্টের ৪৫ বছর পর আজো খুনি মোশতাকের প্রেতাত্মারা সক্রিয়। সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ ও স্বাধীনতাবিরোধী চক্রকে প্রতিহত করার।
সোমবার ২৩শে আগষ্ট বিকালে ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নের মেদুয়ারী পানিভান্ডা নতুন বাজারে ৫নং ওয়ার্ড আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু এসব কথা বলেন।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে মেদুয়ারী ইউনিয়ন চেয়ারম্যান জেসমিন নাহার রানী, শ্রমীকলীগ সভাপতি নজরুল সরকার,সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল, যুবলীগ আহবায়ক মাজাহারুল আলম, যুবলীগের সাবেক সাধারন সস্পাদক জহিরুল হক হিল্টন মোল্লা, সভাপতি বিল্লাল হোসেন সহ ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সভা শেষে ১৫ আগষ্ট ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।