আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার ভূমি এর ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩শে আগষ্ট সোমবার সকালে উপজেলা ভুমি অফিসের সম্মেলন কক্ষে এ রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড মাসুদ রানাসহ
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গণ।
সভায় ই-মিউটেশন, ভূমি উন্নয়ন কর আদায়, ভূমি সংক্রান্ত অন্যান্য সকল সেবা নিয়ে আলোচনা করা হয়। সেবা গ্রহীতাদেরকে সহজে, স্বল্পতম সময়ে এবং স্বল্পতম ব্যয়ে ভূমি সেবা নিশ্চিত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মনসুর উপস্থিত সকল ইউনিয়ন সহকারী ভূমিকর্মকর্তাগণকে (নায়েবগণকে) প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।