
প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তাঁর সন্তান সাদ এরশাদ এমপি।
বুধবার (২৫শে আগষ্ট) মাননীয় বিরোধীদলীয় নেতার বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক বার্তায় তিনি জানান- মাননীয় বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এম পি কে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউ থেকে অফিসার্স ফেমিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে আজ দুপুরে স্থানান্তর করা হয়েছে। তাঁর সন্তান রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এমপি বিরোধীদলীয় নেতার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
বিরোধীদলীয় নেতার শারীরিক অবস্হা উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানিয়েছেন।