সময় ঠিকই কেটে যায়।কারো ভালো আর কারো মন্দে এই যা।
আমরা অন্যকে দিয়ে নিজের মেজাজ নিয়ন্ত্রণ করি বলেই অন্যের ক্ষতির পরোয়া করি না।অন্যের ক্ষতি করে নিজের মেজাজ ঠান্ডা রাখি।
উপলদ্ধি ছাড়া কোন কিছুই গুরুত্বপূর্ণ বা ফালতু করা যায় না।
নিজের আক্রোশে কার কি ক্ষতি হলো তাই নিয়ে ভাবি না বলেই আক্রোশ বেড়েই চলে।
ঘুরে ফিরে সময়ের কাছে আমাদের অসহায় হতে হয়।।যারা সময়কে ভালো কাজে লাগায় তাদের নিজের কাছে সবচেয়ে বড় বিষয় হয় পরিতৃপ্তি।
ঝামেলাহীন জীবন কুঁড়েমির আর স্বার্থপরের হয়।
🍁কাব্য সুমী সরকার