
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি,মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান । বাংলাদেশি জাতীয়তাবাদ ও ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি গঠন করেন।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এর বাসভবনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বি এন পির সাবেক আহবায়ক কবির হোসেন ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার। বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ মাসুদ, , উপজেলা বি এন পির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন খান বাপ্পি, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বি এ, সাবেক কমিশনার আনিছুর রহমান আনিছ, বি এন পির নেতা শাহ আলমগীর,এডভোকেট আবুল হাসনাত খান বিপুল,এডভোকেট পারোয়ার হোসেন পিন্টু, জেলা ছাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, সাবেক ছাএনেতা সারোয়ার, পৌর যুবদলের সভাপতি আনোয়ার সাহাদাত আনার প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম মাখন।আলোচনা সভা শেষে গরীব হতদরিদ্র দের মাঝে তবারক বিতরন করা হয়।