
মোঃ আনোয়ার হোসেন তরফদারঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার
মেদুয়ারী ইউনিয়নের ভরাডোবা টু উথুরা রোডে বিকেল সাড়ে ৪ টার দিকে বানদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি
ট্রাকের সংঘর্ষ থেকে বাঁচতে
দুই চালক সড়কের পাশের খাদে গাড়ি নামিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের হেল্পার সজিবের মৃত্যু হয়। নিহতের বাড়ি শেরপুর সদর উপজেলায় সে বিষু মিয়ার ছেলে।
এছাড়াও উক্ত ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ট্রাকের আরেক চালককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তবে, তার নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় একটি ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে যায় । দুটি ট্রাকই আটক করেছে পুলিশ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, দুইটি ট্রাক জব্দ করা হয়েছে। বেঁচে যাওয়া এক ট্রাকের চালকসহ হেল্পার পালিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
