Header Image

ত্রিশা‌লে মারধ‌রের ঘটনায় গুরুতর আহত ১

 

‌ত্রিশাল (ময়মন‌সিংহ) প্রতি‌নি‌ধি :

 

ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে জ‌মি জমা সংক্রান্ত বি‌রো‌ধের জে‌রে মারধ‌রের ঘটনায় র‌ফিকুল ইসলাম (৫০) না‌মে একজন গুরুতর আহতবস্থায় ত্রিশাল উপজেলা স্বাস্থ‌্য ক‌মপ্লেক্স হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন। এ বিষ‌য়ে ত্রিশাল থানায় এক‌টি অ‌ভি‌যোগ ক‌রে‌ছে আহ‌তের ছে‌লে আবু রায়হান (২৪)। উপ‌জেলার কোনাবাড়ী গ্রা‌মে এ ঘটনা‌টি ঘ‌টে।

অ‌ভি‌যোগ সূত্র জানা গে‌ছে, দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে রফিকুল ইসলাম ও নাজিম উদ্দিনের ম‌ধ্যে বিরোধ চলে আসছে। এরই প্রেক্ষি‌তে বৃহস্প‌তিবার (২‌ সে‌প্টেম্বর) অনুমান বেলা ১১টার দি‌কে রফিকুল ইসলামের বসত বা‌ড়ি‌তে প্রবেশ ক‌রে নাজিম উদ্দিন (৬০) ও তার ছে‌লে মফিজ উদ্দিন(৪৩) সহ আরও ক‌য়েকজন। বা‌ড়ির উঠা‌নে র‌ফিকুল ইসলা‌মকে একা পে‌য়ে বাঁশের লাঠি দিয়ে মারধ‌রে ‌তি‌নি মারাত্মক ভা‌বে আগাত প্রাপ্ত হয়।র‌ফিকুল ইসলা‌মের মা হালিমা খাতুন (৭৫) এ সময় খোজ পে‌য়ে আগাইয়া গেলে তা‌কেও মারধর ক‌রে। প‌রে তা‌দের ডাকচিৎকা‌রে আশ পা‌শের লো‌কেরা এ‌সে উদ্ধার ক‌রে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত চি‌কিৎসক র‌ফিকুল ইসলাম‌কে হাসপাতালে ভর্তি করেন।

আহত র‌ফিকুল ইসলামের ছে‌লে জানান, আমা‌দের জ‌মি নি‌য়ে মৃত ইসমাইল হে‌সে‌নের ছে‌লে নাজিম উদ্দিনের সা‌থে দীর্ঘদিন ধ‌রে বি‌রোধ চলছে। হঠাৎ আমার বাবা‌কে বা‌ড়ি‌তে একা পে‌য়ে আক্রমণ ক‌রে ব‌সে। আমার বাবার অবস্থা খুবই আশঙ্কাজনক।

আহ‌তের স্ত্রী জোৎস্নারা খাতুন জানান, আমা‌দের জ‌মি নাজিম উদ্দিন ও তার ছে‌লেরা জোড়পূর্বক ভোগ ক‌রছে। আমা‌দের উপর প্রায় আক্রমনাত্তক হ‌য়। হঠাৎ বা‌ড়ি‌তে একা পে‌য়ে মারাত্মক ভ‌া‌বে মারধর ক‌রে।

ত্রিশাল থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, অ‌ভি‌যোগের ভি‌ত্তি‌তে এ ঘটনায় একজ‌নকে আটক করা হ‌য়ে‌ছে। বিষয়‌টি তদন্ত পূর্বক আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!