Header Image

প্রেসক্লাব ফুলবাড়িয়া পক্ষ থেকে মোসলেম উদ্দিন এম পি মহোদয় কে অভিনন্দন 

 সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোসলেম উদ্দিন মহোদয়।
সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মোসলেম উদ্দিন এম পি মহোদয় কে  প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, প্রেসক্লাব ফুলবাড়িয়ার সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার, সহ সভাপতি এস এম গোলাম ফারুক আকন্দ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আসাদ, আনন্দ মোহন পাল, শফিকুল ইসলাম, মিজা মোঃমনজুরুল হক, আব্দুল কাদের আকন্দ, মোঃ ফজলুল হক প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এম পি মহোদয় উপজেলার দলমত নির্বিশেষে তথা সকলের কাছে গ্রহণ যোগ্য এই প্রবীণ নেতা। তার কাছে কোন কাজ নিয়ে গেলে কাউকে নিরাশ করেননি। তিনি ফুলবাড়িয়া উপজেলার মাটি ও মানুষের নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!