আরিফ রববানী, ময়মনসিংহ।।
৪৫ তম জাতীয় শোক দিবস উপলক্ষ্যে করোনা আক্রান্ত রোগীদের সহায়তায় ময়মনসিংহ সদরে পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের প্রতি শ্রদ্ধার নিদর্শন রেখে পল্লী সঞ্চয় ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা থেকে সকল উপজেলার সরকারী হাসপাতাল অনুদান আকারে অক্সিজেন সিলিন্ডার অনুদান আকারে হস্তান্তরের অংশ হিসেবে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ টি সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন,উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহজাহান কবির,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা,সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাইদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।এই সিলিন্ডারের মাধ্যমে জরুরি প্রয়োজনে কোভিড-১৯ রোগীকে সেবা দেওয়া যাবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।