আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিড্ ষ্টোর বাসট্যান্ড এলাকায় অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পল্লীচিকিৎসক আব্দুল কাদির (৭০) নিহত হন।
উপজেলার সিডষ্টোর বাজারের প্রবীন পল্লীচিকিৎসক আব্দুল কাদির (কাদির ডাক্তার) (৩ সেপ্টেম্বর) রাত ১১টার সময় রাস্তা পারাপারের সময় সিড্ ষ্টোর বাসট্যান্ড এলাকায় অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কাদিলে সে গুরুতর আহত হয়, প্রথমে ভালুকা সরকারি হাসপালে নিলে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার সময় মৃত্যু বরন করেন।
নিহত কাদির উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মৃত হাছেন আলীর ছেলে। সে উপজেলার সিডষ্টোর বাজার এলাকায় প্রায় ৪০ বছর যাবৎ চিকিৎসা সেবা দিয়েছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার সকাল সাড়ে ১১ টায় সিডষ্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর নামাযে জানায়া হাজারো মানুষের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।