Header Image

ময়মনসিংহবাসীকে নিরাপদে রাখতে পুলিশের রাত্রিকালীন অভিযান

 

ময়মনসিংহ শহরকে মাদক,সন্ত্রাস,চুরি,ডাকাতিসহ অপরাধ মুক্ত রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশের পক্ষ থেকে রাত্রিকালীন সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে।

নিয়মিত অভিযানের অংশ হিসাবে শনিবার ৪ঠা সেপ্টেম্বর রাত ৮টার থেকে নগরীর পাটগুদাম দুলদুল ক্যাম্প, আবাসন পল্লী এলাকায় আভিযান পরিচালনা করা হয়।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দের নেতৃত্বে দুলদুল আবাসন পল্লী এলাকাসহ আশেপাশের এলাকায় অপরাধ নির্মুলের লক্ষ্যে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসাইন,ইন্টেলিজেন্ট অফিসার চাঁদ মিয়া, ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী সহ পুলিশের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

এই বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ নগরী একটি বিভাগীয় প্রধান এলাকা। রাজধানী থেকে বিভাগের অন্যান্য জেলাগুলোতে যাতায়াতের মাধ্যম এই নগরী। রাত্রে মানুষের যাতায়াতের সময় এবং নগরীতে বসবাসরত জনতার যেন কোন প্রকার সমস্যা না হয় তাই কোতোয়ালি মডেল থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ওসি আরও জানান, ময়মনসিংহের প্রতিটা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসন নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অপরাধ নির্মুলে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, তাই শহরে ছিনতাই, চুরি,ডাকাতি,বখাটেপনা সহ সকল প্রকার অপরাধ নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!