Header Image

ময়মনসিংহে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

আরিফ রববানী, ময়মনসিংহ।।

ময়মনসিংহ সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।রবিবার (৪ঠা সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাগডহর ইউনিয়নের
বেগুনবাড়ি বাজারের পাশে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন হাজার ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই হাজার করে প্রত্যেককে মোট পাঁচ হাজার করে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের মাঝে সর্বমোট-২৫ হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন নান্নু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন কারনে বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্থ হয়ে দিন কাটাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। মানুষের জীবন জীবিকা হুমকির সম্মুখীন। এছাড়াও দীর্ঘদিন করোনা মহামারির কারনে সাধারন মানুষের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দরিদ্রসহ মধ্যবিত্ত পরিবারগুলোও অতি কষ্টে দিনাতিপাত করছে। এসব দুর্যোগের মাঝে খাগডহর ইউনিয়নে এই পাঁচটি পরিবার এখন আবার অগ্নিকাণ্ডের কারনে ক্ষতিগ্রস্ত হলো। এ অবস্থায় সরকারের পাশাপাশি ক্ষতিগ্রস্থ এসব মানুষের সহযোগিতায় এগিয়ে আসা আমাদের সকলের ঈমানী ও মানবিক দায়িত্ব। তিনি বিপর্যস্ত , ক্ষতিগ্রস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ইউনিয়নের সকল বিত্তবানদের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!