সাইফুল ইসলাম তরফদারঃ
ময়মনসিংহ টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস পত্রিকার সম্পাদক, মুক্তাগাছা প্রেসক্লাবের সহ সভাপতি আবু সালেহ মো. মুসার মাতা হোসনে আরা(৬০) মৃত্যুবরণ করেছেন। ( ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি , ৩ ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।
গত ২৮ জুলাই করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন হোসনে আরা। অবস্থার অবনতি হলে গত ২ আগস্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কেভিনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনা থেকে মুক্ত হলেও পূর্ব থেকে থাকা ডায়াবেটিসসহ অন্যান্য রোগের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। শনিবার রাত ৮ টার দিকে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া একটা দিকে তার মৃত্যু হয়।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি মুক্তাগাছা উপজেলা গড়ভাজাইল গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলীসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।