Header Image

সমাজসেবায় অবদান রাখায় সম্মাননা পেলেন চেয়ারম্যান ইয়াহিয়া

 

বাংলাদেশ বঙ্গবন্ধু গবেষনা পরিষদ সম্মাননা এ্যওয়ার্ড (২০২১) সমাজসেবা অবদানের জন্য ময়মনসিংহ জেলার সফল ও শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ গোলাম ইয়াহিয়া।

১ সেপ্টেম্বর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী শাহবাগ ঢাকা এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়েছে।

সম্মাননা সনদপত্রে বলা হয়, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের দিক নির্দেশনা মোতাবেক “কোভিড -১৯” মোকাবেলাসহ বিভিন্ন সময় গরীব হত-দরিদ্র অসহায়দের পাশে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সহযোগীতায় অবদানের জন্য সফল চেয়ারম্যান হিসেবে সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ মোঃ গোলাম ইয়াহিয়া কে
বাংলাদেশ বঙ্গবন্ধু গবেষনা পরিষদ সম্মাননা এ্যওয়ার্ড (২০২১)এর পক্ষ থেকে সম্মাননা সনদপত্র প্রদান করা হলো।

উল্লেখ্য, করোনা মহামারীর সময়ে সামাজিক সচেতনতার পাশাপাশি ইউনিয়নের অসহায়দের মাঝে সাধ্যমতো ত্রাণসামগ্রী বিতরণসহ ইউনিয়নবাসীকে সর্বাত্মক সহযোগিতা করেছেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ মোঃ গোলাম ইয়াহিয়া।

সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ গোলাম ইয়াহিয়া জানান, আমি অসুস্থতার জন্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। লোক মারফতে আমার কাছে সম্মাননা সনদপত্র ও ক্রেস্ট প্রেরণ করেন। শাহ মোঃ গোলাম ইয়াহিয়া জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন পেশাজীবী মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!