
বেলা গড়িয়ে দুপুর। ময়মনসিংহের ত্রিশাল বাস স্ট্যান্ড এলাকায় অধীর আগ্রহে অপেক্ষা করছে এক ঝাঁক পথশিশু। অবশেষে তাদের কাঙ্ক্ষিত অপেক্ষার অবসান হলো। সবার মুখে তুলে দেয়া হলো দুপুরের খাবার। মুহূর্তের মধ্যে সবার মুখে ফোটে উঠল তৃপ্তির হাসি। ৪ অক্টোবর ছিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদের জন্মদিন। এই ছাত্রনেতার জন্মদিন উপলক্ষে পথশিশুদের জন্য খাবারের আয়োজন করেন উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনির।
মনির বলেন, হাসান মাহমুদ একজন মানবিক ছাত্রনেতা। যেকোনো কাজে সব সময় মানুষের পাশে থাকে। ছাত্রছাত্রীদের যেকোনো সমস্যা সমাধান করে দেন। কর্মীদের প্রতি তার রয়েছে অগাধ ভালোবাসা। উপজেলায় তার জনপ্রিয়তা আকাশচুম্বী। জন্মদিনে আল্লাহর কাছে এই দোয়াই করি আল্লাহ যেন ভাইকে সব সময় সুস্থ রাখেন। ভাই যেন সব সময় মানুষের পাশে থাকতে পারেন।
