Header Image

বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা’র হাওঁড় ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২১ উদযাপন

গত শুক্রবার ( ১০ সেপ্টেম্বর) বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এর হাওঁড় ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২১ উদযাপিত।কিশোরগন্জ জেলার মিঠামইন প্রেসিডেন্ট রিসর্টে উক্ত অনুষ্ঠান উদযাপিত হয়।

এসময় হাওঁড় ভ্রমণ কমিটির আহ্বায়ক সমিতির সহ সভাপতি বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির মহা সচিব ও যুগ্ম পুলিশ কমিশনার( ডি বি) মো: হারুন অর রশীদ।
প্রধান অতিথি মাননীয় প্রধান মন্ত্রীর সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ ,অন লাইনে অনুষ্ঠানে যোগদান করেন। সারাদিন ব্যাপী নৌ ভ্রমন, অল ওয়েদার ব্রীজ দর্শন, মহামান্যের বাড়ী পরিদর্শন ও বিটিভি শিল্পী গনের পরিবেশিত গান উপভোগের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সমিতির নেতৃবৃন্দের মাঝে উপস্হিত ছিলেন, শিল্প পতি এ ডি এম সালাউদ্দিন হুমায়ুন, পীরজাদা শহিদুল হারুন, আনোয়ার হোসেন,জাহাঙ্গীর, মো:হেলালউদ্দীন, ইন্জি: আব্দুর রাজ্জাক, আলমগীর আকন্দ মিন্টু,ছাত্রলীগ নেতা সোহান খান,বেলাল হোসেন, ইন্জি: আবু সায়েম, আতিকুজ্জামান খান,এম এ মান্নান,সালাম ফেরদৌস, মিজানুর রহমান মিজান, এড. এরশাদুল আলম, এয়াকুব খান দুলাল,বাবুল চৌধুরী,মো: লুতফর রহমান, মালম মিয়া,লতিফুল ইসলাম নিপুল, ইন্জি: ইলিয়াস লিটন,নাজমুর রহমান তালুকদার সেলিম, বদিঊজ্জামান রীপন,মাহমুদ আলম শাহীন,মোহাম্মদ আলী,কামরুজ্জামান মামুন, মাসুদ রেজা রহিম,মো:ফজর আলী, দাইয়ান, রফিক প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!