Header Image

তারাকান্দায় ইউএনও ’র মানবিকতায় খুশী প্রতিবন্ধী সালাউদ্দিন

আরিফ রববানী, ময়মনসিংহ ॥

 

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম আমসোলার গ্রামের একটি ঝুপড়ি ঘরে বসবাস
শারীরিক প্রতিবন্ধী মোঃ সালাউদ্দিনের। শোবার জন্য তার একটি চৌকি নেই। তাই মাটিতে মাদুর বিছিয়ে বসবাস করতে হচ্ছে।

শুধু তাই নয়, একটি হুইল চেয়ারের অভাবে তিনি ঘর থেকে বের হয়ে সূর্যের আলো দেখতে পারছিলেন না। আয়-রোজগার না থাকায় এক বেলা খেলে দু-বেলা উপোষ থাকতে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী মোঃ সালাউদ্দিনকে। টাকার অভাবে ঘরটিও মেরামত করতে পারছেন না।

এসব বিষয় জানার পর সরেজমিন যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত। এ সময় সমাজসেবা অধিদপ্তরের সহযোগীতায়
প্রতিবন্ধী মোঃ সালাউদ্দিনকে একটি হুইল চেয়ার উপহার প্রদান করা হয়। একই সাথে প্রতিবন্ধী মোঃ সালাউদ্দিনের প্রতিবন্ধী ঋণ কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও মিজাবে রহমত ।

এসব উপহার প্রদানকালে তিনি (ইউএনও) ছাড়াও
উপজেলা সমাজসেবা অফিসার রুবেল মন্ডলসহ বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

হুইল চেয়ার এবং ঋণ কার্ডের আশ্বাস পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইউএনও, সমাজ সেবা কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বারকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিবন্ধী সালাউদ্দিন এর পরিবার। এ প্রতিবন্ধী ব্যক্তিকে উপহারসামগ্রী প্রদান করায় এলাকার তৃনমূল লোকেরা ইউএনও মিজাবে রহমত এর প্রশংসা করেছেন।

ইউএনও’র মাধ্যমে তার চাওয়া পূরণ হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর প্রতি খুশী প্রতিবন্ধী সালাউদ্দিন ও তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!