Header Image

ফুলবাড়িয়ার ইউ এন ও দুই বছর পূর্তি হলো

সাইফুল ইসলাম তরফদার ঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাহি  অফিসার মোঃআশরাফুল ছিদ্দিক মহোদয়ের দুই বছর পূর্তি হলো । তৃতীয় বছরে পদার্পণ করলেন।
জানাযায়, ফুলবাড়িয়া উপজেলা জীবনে এমন সৎ নিষ্ঠাবান অফিসার পাওয়া কঠিন। চল্লিশ দিনের কর্মসূচি, টি আর কাবিখা, এলজিএসপি সহ যে কোন সরকারি কাজ সরেজমিনে গিয়ে দেখা শুনা করে আসছে। তিনি কার ও কাজ থেকে একটি টাকা খায়নি। উপজেলায় একটি পৌরসভা ও ১৩ইউনিয়নে সৎ মানুষ তথা ভালো মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এই নিবাহী অফিসার। যার মনে কোন হিংসা বিদ্বেষ ও অহংকার নেই।
ভালো মানুষের বন্ধু অসৎ মানুষের চরিত্রের চোখের কাটা। আরওজানাযায়  বিগত দিনে unoমহোদয়কে মেনেছ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তারা এখন একটি টাকা অনিয়ম করে এবং ভূয়া ভাওসার করে নিতে পারে না।সেই হলুদ মানুষ গুলোর সমস্যা সৃষ্টি হয়ে দাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!