Header Image

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী চাঁন মিয়া চৌধুরীর নির্বাচনী প্রচারণা

মোঃ ইদু খান:

সততা ন্যায়নীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়্য আগামী ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাশীন দলের নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামিলীগ পরিবারের সন্তান জনাব চাঁন মিয়া চৌধুরী।

২০২১ সালের ডিসেম্বরের দিকে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেই ইউপি নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার আসন্ন ০৯নং কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাশীন দলের নৌকার মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান পদে নির্বাচন করার ব্রত নিয়ে, শনিবার (১৮ সেপ্টেম্বর ) অত্র কুলঞ্জ ইউনিয়নের বিভিন্ন বাজারে গ্রামের নির্বাচনী প্রচারণা ও লোকজনের সাথে মতবিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব চাঁন মিয়া চৌধুরী।

শনিবার ১০টার দিকে নিজ বাড়িতে থেকে তিনি কুলঞ্জনের উদ্দেশ্য নির্বাচনী প্রচারণায় রওয়ানা দেন, প্রথমে মিলনগঞ্জ বাজেরে মধ্যে মাস্ক বিতরণ করেন, পরে আকিলশাহ বাজারে ও বোয়ালিয়া বাজারে-রাস্তায় বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের করোনা ভাইরাসে সতর্ক থাকার জন্য মাস্ক বিতরণ করেন,

নির্বাচনীয় প্রচারণায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ রাজনৈতিক, সামাজিক ও গ্রামের বিভিন্ন স্তরের ভোটাররা উপস্থিত ছিলেন।

জনগনের রায়ে নির্বাচনে জয়লাভ করে ইউনিয়নের সার্বিক উন্নয়নসহ মাদক, চাঁদাবাজ ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গঠন, এলাকার শান্তিশৃংখলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি আধুনিক ইউনিয়ন গড়তে কাজ করবেন বলে জানান তিনি।

নির্বাচনী প্রচারণায় স্বাগত বক্তব্যে যুবলীগ নেতা চাঁন মিয়া চৌধুরী বলেন, আমি যদি নৌকার টিকেট পাই, কুলঞ্জ ইউনিয়নবাসী যদি আমাকে মূল্যায়ন করেন, তাহলে আমি নির্বাচিত হয়ে এই ইউনিয়নের অগ্রাধিকার ভিত্তিতে অবকাঠামুগত উন্নয়নের পাশপাশি শিক্ষা ও কৃষি উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাবো। সরকারি বরাদ্ধের সমবন্টন ও মানুষের জন্য শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিতে গুরুত্ব দিয়ে কাজ করবো। কুলঞ্জ ইউনিয়নবাসীর তথা আমার নিজ এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা প্রত্যাশী।

মুক্তিযুদ্ধের সংগঠকও সাবেক আওয়ামীলীগ নেতা মরহুম আব্দুর রউফ চৌধুরীর (রুপাই মিয়া) সাহেবের ছেলে পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তরুণ সমাজসেবক এবং তৃণমুল আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী চাঁন মিয়া চৌধুরীকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে দেখতে চায় এলাকাবাসী।

এলাকাবাসীর সাথে কথা বললে তারা বলেন, শিক্ষিত ও তরুণ প্রার্থী হিসেবে ভোটারদের কাছে সাড়া ফেলেছেন চাঁন মিয়া চৌধুরী। চেয়ারম্যান পদে লড়তে দীর্ঘদিন ধরেই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। স্বচ্ছ ব্যক্তি ইমেজ ও পারিবারিক পরিচিতির কারণে এলাকায় নিজস্ব ভোট ব্যাংক রয়েছে তার। চেয়ারম্যান পদে ইউনিয়নে বিজয়ী হয়ে চমক দেখাতে পারেন চাঁন মিয়া চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!