
আমাদের মুখোমুখি বসা নেই
তবুও বুকে জমে অভিমান,সুখ,হয় খুঁনসুটি
ভালোবাসার রাজ্যে কি অপার সুখের আবেশে
মিশে থাকে মায়া,তোমার ছায়ায় মিশে থাকি আমি।
হয়তো আমাদের দেখা হয় না কুয়াশামাখা ভোর
শোনা হয় না জোড়া শালিকের গল্প
নিয়ম করে নিয়মের বেড়াজালে বাঁধা হয় না নিজেদের
কি ক্ষতি তাতে-
তবু যেন নখদর্পনে সমস্ত পৃথিবী তোমার আর আমার।
খেলা ঘরের মতন প্রতিদিন যে ভাঙ্গে কতো ঘর সংসার
আমরা কখনো সেই দলের নই।
ছন্নছাড়াতে যেন মেখে থাকে আমাদের সুখ
ভালোবাসার অপার লেনাদেনাই যার তৃপ্তি।
যে অস্তিত্বে অনুভূতির দ্বার খোলে
ছুঁয়ে দিতে পারে ভেতর বাহির
খুব যত্নে মিশে যায় সে
গভীর থেকে আরও বেশি গভীরে
যেখানে শুধু একটি হৃদয় আরেকটি হৃদয়ের কথা বলে।
🍁কাব্য সুমী সরকার