আনোয়ার হোসেন তরফদার, ভালুকা ময়মনসিংহ ঃ
প্রবীনদের অধিকার আদায় ও সুরক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলা চত্বরে র্্যালী ও পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দি সিনিয়র সিটিজেন সোসাইটি অব ভালুকা র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
র্্যালীর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, বক্তব্য রাখেন পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, সাবেক উপজেলা চেয়ারম্যান জুলহাস উদ্দিন, ভালুকা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান, ভালুকা পরিবেশ আন্দোলন( বাপার) সদস্য সচিব সাংবাদিক কামরুল হাসান পাঠান কামাল,দি সিনিয়র সিটিজেন সোসাইটি অব ভালুকা র সদস্য সচিব ওয়াদুদ মিয়া। সন্ঞালনায় ছিলেন আব্দুর রশিদ রতন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরন করা হয়।