Header Image

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিক কামরুল হাসানকে হত্যার হুমকির অভিযোগ 

 

আমিনুল ইসলাম লিটনঃ

 

টাঙ্গাইলের কালিহাতীতে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে কালিহাতী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান মোকাদ্দেছকে,হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সাংবাদিক কামরুল হাসান মোকাদ্দেছ বাদী হয়ে আউলটিয়া গ্রামের জোয়াহের আলীর ছেলে আব্দুল মালেক (৩৮), মৃত কুতুব আলীর ছেলে তমছের আলী (৭০) ও তমছের আলীর ছেলে বেল্লাল হোসেন (৩৫) কে অভিযুক্ত করে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, সোমবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় বিরোধীয় জমি পরিমাপ করার জন্য দিন ধার্য্য করা হয়েছিল। সে মোতাবেক সাংবাদিক কামরুল হাসান জমির প্রয়োজনীয় কাগজপত্র সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সেখানে উপস্থিত হয়।

কিন্তু কালিহাতী ভূমি অফিসের সার্ভেয়ার উপস্থিত না হওয়ায়, ঐ উল্লেখিত বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে বিবাদীরা সাংবাদিক কামরুল হাসানকে মারপিট করার জন্য ধাওয়া করে। পরে তার ডাক চিৎকারে উপস্থিত স্থানীয় লোকজন এগিয়ে এসে বাদী কামরুল হাসানকে বিবাদীদের হাত থেকে উদ্ধার করেন।

এসময় বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলে তোর জমি জোর পূর্বক দখল করবো পরলে ঠেকা,এমন্ত অবস্থায় কামরুল হাসান সহ তার পরিবারের লোকজনকে খুন করে গুম করার হুমকি প্রদান করেন।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!