
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন (১৪) নামে এক মাদরাসাছাত্র মারা গেছে। সে আচারগাঁও ইউনিয়নের উত্তর হাওলাপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে এবং গারুয়া মাদরাসার শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গারুয়া মাদরাসার বিদ্যুৎচালিত মোটরের হাউজে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় ইয়াসিন। পরে তাকে নান্দাইল উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।