
আরিফ রববানী ,ময়মনসিংহ।।
ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকার আইন শৃঙ্খলা এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রনে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
বুধবার (৭অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরুস্কার তুলে দেন। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, সেপ্টেম্বর মাসে মাদক উদ্ধার, মামলার মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তিসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দকে।
কোতোয়ালি মডেল থানার থানার ওসির তৎপরতায় সন্ত্রাসী, মাদক, চাদাবাজি, ডাকাতি নির্মূলে বিশেষ অবদান রাখায় তাকে অভিনন্দন জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে ওসি শাহ কামাল আকন্দ বলেন- আমি এলাকার সকলের সহযোগিতা চাই, যাতে করে আমার কোতোয়ালী মডেল থানা এলাকাধীন সকল অপরাধীদের আইনের আওতায় আনতে পারি সাধারণ জনগনের মাঝে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নিরলস চেষ্টা করে যাব ইন্শা আল্লাহ।
উল্লেখ্য- ওসি শাহ কামাল আকন্দ এর আগেও ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করে মাদক উদ্ধার, মামলার মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তিসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে একাধিকবার নির্বাচিত হন।
