ইসমাইল হোসেন সোহাগ, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলা ৫নং সরই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আয়োজনে সাংগঠনিক সফর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০৭ অক্টোবর”২০২১ইং বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সরই ইউনিয়নের দলীয় কার্যালয়ে এ সফর সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৫নং সরই মহিলা আওয়ামীলীগের সভাপতি খালেদা বেগম-এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগনেতা মুহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য ও লামা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নারীনেত্রী ফাতেমা পারুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী’র হাত’কে আরও শক্তিশালী করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের নির্দেশে প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা মহিলা আওয়ামী লীগকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এ সফর ও মত বিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মিল্কি রানী দাশ, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইদ্রিস কোম্পানি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক দর্য্যধন ত্রিপুরা, যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন,
প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম ডলার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামলী বিশ্বাস, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংজারুং ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, কলেজ ছাত্রলীগনেতা রাজু, সো. শরীফ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. সোহেল রানা সহ আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।