Header Image

বালিপাড়ার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও চেয়ারম্যান বাদল ভোটারদের আলোচনায়

 

নিউজ ডেস্কঃ

ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের থেকে ৪বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল। চলমান উন্নয়নকে জনকল্যাণে আরও এগিয়ে নিতে ৫ম বারের মত আবারো তাকে চেয়ারম্যান হিসাবে পেতে তার পক্ষে নৌকার মনোনয়ন চাচ্ছেন ইউনিয়নের দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা। গোলাম মোহাম্মদ বাদল গত নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধি করতে রাত-দিন শ্রম দিচ্ছেন। তিনি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থেকে জনকল্যাণে কাজ কাজ করে যাচ্ছেন।

নির্বাচিত হওয়র পর থেকে ৫ বছরে তিনি এলাকার তরুণদের খেলাধুলায় সহযোগিতা, অসহায় দরিদ্র মেয়ের বিয়েতে সহযোগিতা, সড়ক উন্নয়ন,শতবাগ বিদ্যুতায়িত সহ বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে ইতিমধ্যে এলাকাবাসীর কাছে বেশ আলোচনায় উঠেছেন।

 

তিনি আবারও নির্বাচন করে নির্বাচিত হয়ে ইউনিয়নকে জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানের অংশ হিসাবে উন্নয়নের রুপকার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মডেল ইউনিয়নে পরিণত করতে সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ ইভটিজিং রোধে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন।

এলাকাবাসীর প্রিয়জন গোলাম মোহাম্মদ বাদল এর পিতা মরহুম শরাফত উল্লাহ ৯ নং বালিপাড়া ইউনিয়ন পরিষদের একজন জনবান্ধব চেয়ারম্যান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!