Header Image

ময়মনসিংহে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে ওসি কামালের ব্যতিক্রমী উদ্যোগ

 

আরিফ রববানী, ময়মনসিংহ।।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুজায় যে কোন আইনশৃঙ্খলা বিরোধী ও অপরাধ নির্মুলের লক্ষে ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানা পুলিশ পক্ষ থেকে প্রতিটি পুজামন্ডপে থানার অফিসার মোবাইল নাম্বার সহ পরামর্শমুলক ব্যানার প্রদান করা হয়েছে। এবারই প্রথম এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।

আগামী সোমবার ১১ অক্টোবর থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উদযাপনকালে সকল ধরনের আইন শৃংখলা নিয়ন্ত্রণ এবং পূজারী, ভক্ত ও দর্শনার্থীদের মাঝে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ রবিবার রাতে নগরীর সকল মন্দির ও মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি দুর্গাপূজার নিরাপত্তা জোরদারে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মাঝে থানার ওসি, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও বিট অফিসারদের মোবাইল নাম্বার এবং স্বাস্থ্য সুরক্ষার নানা শ্লোগান সম্বলিত পরামর্শ মুলক ব্যানার বিতরণ করেন। যেন যে কোন প্রয়োজনে পুলিশের সেবা গ্রহণে সুবিধা হয়। ওসি শাহ কামাল আকন্দ প্রতিটি মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের যে কোন প্রয়োজনে কোতোয়ালি মডেল থানা পাশে থাকার অঙ্গিকার করেন এবং কোন ব্যক্তি বা গোষ্ঠী দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কোন ধরনের গুজব ছড়াতে না পারে সেদিকে সতর্ক থাকতেও পুলিশ কর্মকর্তা ও পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের পরামর্শ দেন।

রবিবার রাতে তিনি নগরীর দূর্গাবাড়ি, কালিবাড়ি, বড় কালিবাড়ি, আমলাপাড়া, মদনবাবু রোড, আঠারবাড়ি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এসময় তিনি আরো বলেন, স্থানীয়ভাবে প্রতিটি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পূজার নিরাপত্তা নিশ্চিত করা হবে। পূজা চলাচলে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান ওসি কামাল।

উল্লেখ্য-ময়মনসিংহ নগরীসহ ময়মনসিংহ সদর উপজেলায় এবার ১১৮ টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে,যার মাঝে ময়মনসিংহ নগরীতে ৮৩ টি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৮৩ টি মণ্ডপ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!