Header Image

বইলরে শাহানশাহ এর ক্লীন ইমেজের বিকল্প নেই

 

আরিফ রববানী, ময়মনসিংহ।।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বইলর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী তরুণ রাজনীতিবিদ, ব্যবসায়ী খন্দকার মশিহুর রহমান শাহানশাহ এর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ভোটার ও দলীয় নেতা-কর্মীরা। বইলরের উন্নয়ন কর্মকান্ড কে এগিয়ে নিতে শাহানশাহ এর ক্লীন ইমেজের বিকল্প নেই বলেও দাবী সর্বমহলে। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাবেন এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসীর।এমন দাবী নিয়ে আওয়ামী লীগের সভানেত্রী বিশ্বসেরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায় আছেন ভোটাররা। বইলরের আমজনতার দাবী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে শাহানশাহ দলীয় মনোনয় পেলে ভোটের জোয়ারে নৌকার বিজয় শতভাগ সুনিশ্চিত।

খন্দকার মশিহুর রহমান শাহানশাহ বলেন,
আমি আমার ইউপি থেকে আওয়ামী লীগের
মনোনয়ন প্রত্যাশী। আমি জন্ম সুত্রেই আওয়ামী পরিবারের সন্তান। আমার বাবা আওয়ামী লীগের রাজনীতি করেছে।গত নির্বাচনেও আমার বাবা নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলো বিপুল ভোটে। আমার বাবাও সব সময় মানুষের পাশে ছিলেন,আমিও ছিলাম, আছি এবং থাকবো। তাই আমি আশাবাদী মনোনয়ন পাবো। যদি প্রধামন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয় দেন, তাহলে আমি বইলর ইউনিয়নে বাবার অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবো। ইউনিয়নবাসীকে নিয়ে বইলরকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলতে চাই।

তিনি দীর্ঘদিন ধরেই এলাকায় গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সমাজসেবা মুলক কাজেও অংশ গ্রহন করছেন। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হয়ে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বাস্তবায়নের অংশ হিসেবে বইলর ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলবো। দল আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো এটা আমার দৃঢ় বিশ্বাস।

ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা বলেন, শাহানশাহ ভাই একজন আওয়ামীলীগের নিবেদিত প্রান। সব সময় আমাদের পাশে ছায়ার মত থাকেন। তাই এধরনের নেতাকে মনোনয়ন দিলে ইউনিয়নবসী খুশি হবে।ইউনিয়ন যুবলীগের একজন বলেন, বইলর ইউপিতে চেয়ারম্যান হিসেবে আমরা শাহানশাহ ভাইকেই চাই। তিনি একজন সাদা মনের মানুষ।

কৃষকলীগ নেতা শাহাদাৎ হোসেন বাবুল বলেন, একজন চেয়ারম্যান হতে যা যোগ্যতা লাগে খন্দকার মশিহুর রহমান শাহানশাহ এর সেই সব যোগ্যতা আছে। তাই বলতে পাড়ি নৌকার প্রতিক তিনিই পাবেন। তিনি বলেন- শাহানশাহ একজন আওয়ামীলীগের নিবেদিত নেতা। তিনি সব সময়ই সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের পাশে থাকেন। তার মতো একজন জনবান্ধব নেতা কমই আছে। যদি দল তাকে মনোনয়ন দেন তাহলে অবহেলিত বইলরে অনেক উন্নয়ন হবে পাশাপাশি দলীয় নেতা-কর্মীরা মুল্যায়ন পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!