Header Image

ভালুকায় বিরুনীয়া ইউনিয়নে যত্ন প্রকল্পের টাকা বিতরণ

ভালুকা সংবাদদাতা:

 

ময়মনসিংহের ভালুকায় সরকারের নিরাপত্তা বেষ্টনীরতায় শিশুদের পুষ্টি ও মনোদৈহিক বিকাশ সাধনে ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেষ্ট (আইএসপিপি) যত্ন প্রকল্পের আওতায় অতিদরিদ্র মায়েদেরকে অর্থ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বিরুনীয়া ইউনিয়নের আয়োজনে সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজ মাঠে এক হাজার ৬৮ জন উপকারভোগী মাকে ৮৩ লক্ষ টাকা বিতরণ করা হয়।

এসময়, উপস্থিত ছিলেন,বিরুনীয়া ইউপি চেয়ারম্যান রিদওয়ান সারোয়ার রাব্বানী,১নং ওর্য়াড ইউপি সদস্য আতিকুল ইসলা,২নং ওর্য়াড ইউপি সদস্য রফিকুল ইসলাম, ৩নং ইউপি সদস্য মোঃ আজিজুল হক,৪নং ওর্য়াড ইউপি সদস্য আঃ বারিক, ৫ নং ইউপি সদস্য মোঃ মোফাজ্জল হোসেন,৬নং ওর্য়াড ইউপি সদস্য মোঃ মজনু শেখ,৭ নং ওর্য়াড ইউপি সদস্য আনারুল ইসলাম,৮নং ওর্য়াড ইউপি সদস্য সুরুজ মিয়া,৯নং ওর্য়াড ইউপি সদস্য ছোরহাব হোসেন,মহিলা ইউপি সদস্য মীনারা খাতুন ও রেখা আক্তার, উপজেলা আইএসপিপি যত্ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেপ্টিনেন্ট প্রোগ্রাম সুপারভাইজার- সুজন বাবু ,ইউপি সচিব মোঃ সাদিকুল ইসলাম, প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা ও এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!