Header Image

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন ওসি কামাল

 

আরিফ রববানী, ময়মনসিংহ।।

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন ওসি শাহ কামাল আকন্দ।

সোমবার (১১ই অক্টোবর) রাতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ মন্ডপগুলো পরিদর্শনকালে তার পক্ষ থেকে প্রতিটি মন্দিরে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে শারদীয় শুভেচ্ছা প্রদান করেন এবং পুজার আইনশৃঙ্খলার উন্নয়ন ও নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে মতবিনিময় করেন।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটা মন্দির তথা কোতোয়ালী মডেল থানা এলাকা নিরাপত্তার চাদরে ঘেরা রয়েছে। যদি কোন ব্যক্তি কোন প্রকার বিশৃংখলার সৃষ্টি করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। একই সাথে তিনি প্রতিটা মন্দির কমিটির সদস্যদের নামাজের সময় ঢাক-ঢোল বন্ধ রাখার আহবান জানান এবং যথা সময়ে প্রতিমা বিসর্জনের জন্য সকলকে বিশেষ ভাবে অনুরোধ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানা পুলিশের অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!