মোঃ ফাহাদ শেখ, চাঁদপুর সদর প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের নৌকা মাঝি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী ফুল দিয়ে বরন করেন শতশত নেতা কর্মীরা
মঙ্গলবার ( ১১ অক্টোবর) ধানমন্ডি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয কার্যালয় থেকে চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারীর নৌকা প্রতিক দিয়ে নির্বাচনের জন্য তার নাম ঘোষনা করা হয়। ১৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে চাঁদপুরে আসলে নৌকা মাঝি খান জাহান আলী কালু পাটোয়ারীকে শত শত নেতা কর্মীরা ফুল দিয়ে বরন করেন।
সাবেক চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী বলেন, আমাকে চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়নে নৌকার মাঝি মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি কে অসংখ্য ধনবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর পাশাপাশি আমার ১২ নং চান্দ্রা ইউনিয়ন এর আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ
ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আমাকে ফুল দিয়ে বরন করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন অতীতে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে যে সেবা দিয়েছিলাম তা এবার ও অব্যাহত রাখব ইনশাআল্লাহ।