Header Image

ত্রিশালের কানিহারীকে দৃশ্যমান উন্নত,আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়তে চান বুলু

ময়মনসিংহে ত্রিশাল উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রাম-গঞ্জের জনগনের দুয়ারে কড়া নাড়ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ৩য় ধাপের ঘোষিত তফসিল ঠিকঠাক থাকলে আগামী ২৮নভেম্বর ভোট গ্রহণ। সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থীরাও নির্বাচনী দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন। মাঠঘাট, চায়ের দোকান, পাড়ায়-পাড়ায়, হাট-বাজার সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন।

কানিহারী ইউনিয়নকে মাদক,ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত একটি দৃশ্যমান উন্নত,আধুনিক জনবান্ধব ও শিক্ষানগরী ইউনিয়ন হিসেবে গড়ে তুলাসহ অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাঁদের বিভিন্ন সমস্যা অবলোকন করা এবং বিশেষ করে গরীব, বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের জন্য নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে
ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ইউনিয়ন পরিষদের বর্তমান ৮ নং ওয়ার্ডের মেম্বার আহমেদ আলী বুলু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন হাট-বাজার, মসজিদ-মাদ্রাসা, মন্দির ও পাড়া-মহল্লা, বিভিন্ন গ্রামসহ চায়ের স্টল গুলোতে ব্যাপক গণসংযোগ এর পাশাপাশি প্রতিটি বাজারে,বাড়ীতে মতবিনিময় ও উঠান বৈঠক করে বেড়াচ্ছেন।

ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একজন সফল মেম্বার হিসাবে দলমত নির্বিশেষে ইউনিয়নের সাধারণ ভোটারদের মুখে মুখে এখন পর্যন্ত বিশিষ্ট সমাজ সেবক আহমেদ আলী বুলুর নাম উঠে আসছে। কানিহারী ইউনিয়নে আসন্ন নির্বাচনে একাধিক প্রার্থীরা মাঠে থাকলেও অধিকাংশ ভোটারদের মুখে মুখে ছড়িয়ে পড়েছে বুলু মেম্বারের নাম। চেয়ারম্যান প্রার্থী হওয়ার আগে থেকেই তাকে এলাকার বিভিন্ন গরিব অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাড়ানোর সুনাম রয়েছে তার।

স্থানীয় এলাকাবাসী অনেকেই বলেন, ইউনিয়নের একজন মেম্বার হিসাবে জনগণের আস্থাভাজন ও স্কিল প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের উন্নয়ন কাজে অংশগ্রহণ মাধ্যমে ইতিমধ্যেই সাধারণ মানুষের মাঝে আহমেদ আলী বুলু বেশ জনপ্রিয়তা পেয়েছেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান কানিহারী ইউনিয়নের ভোটাররা।

এলাকা সূত্রে জানা যায়,আহাম্মদ আলী বুলু একজন ইউপি সদস্য হয়ে এলাকার উন্নয়নে ,মানুষের পাশে থাকা ,গরীব অসহায়দের সাহায্য করা ওয়ার্ড পেরিয়ে গোটা ইউনিয়নে ছড়িয়েছে।তিনি তরুন প্রজন্মের কাছে সৎ,ন্যায়-পরায়ন,ও জনবান্ধব প্রকৃতির লোক।ইউনিয়নের কোথাও কারো সমস্যা বা বিপদ দেখলে আহাম্মদ আলী বুলু সবার আগে ছুটে যান। উল্লেখ্য যে করোনা মহামারীতে অসহায়,ক্ষুধার্ত মানুষের পাশে থেকে আর্থিক সহযোগীতা করে এলাকার বহু মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন বলে ইউনিয়নের ভোটাররা জানিয়েছেন।

সুত্র জানিয়েছে আহমেদ আলী বুলু গত পাঁচ বছর একটা ওয়ার্ডের মেম্বার পদে দায়িত্ব পালন করলেও তার ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কানিহারী পাকা রাস্তা হইতে ফারুকীয়া মাদ্রাসার সামনের কাঁচা রাস্তায় ইটের সুড়কি দিয়ে, ১ নং ওয়ার্ডে বালিদিয়া পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় বালু ও সুড়কি দিয়ে, ৮ নং ওয়ার্ডে ডাক বাঘাদাঁড়িয়া ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তা, ৩ নং ওয়ার্ডের এলংজানি জামতলা মোড়ে টিব-ওয়েল স্থাপন, তালতলা হইতে কানিহারী গ্রামের মাটির রাস্তায় সুড়কি ও বালু,সেনবাড়ী মোড় হতে চর রামমোহন রোডে ইটের সুড়কি, বহুলী কান্দার মোড় মসজিদ সংলগ্ন মাটির রাস্তা সংস্কারসহ
কানিহারী ইউনিয়নে বিভিন্ন রাস্তা সংষ্কার কাজের পাশাপাশি মসজিদ,মাদ্রাসা,স্কুল প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। এসব মহতি কাজের জন্যই তিনি ইউনিয়নের সর্বমহলে প্রশংসিত।

এ ব্যাপারে চেয়ারম্যান পদপ্রার্থী আহাম্মদ আলী বুলুর নিকট জানতে চাইলে তিনি জানান, আমি কানিহারী ইউনিয়নের মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি। অত্র ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করা আমার লক্ষ্য। তিনি বলেন,যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত,তাই আমি আমার এই ইউনিয়নকে উন্নয়নে এগিয়ে নিতে এলাকার শিক্ষার মান বৃদ্ধি করতে চেষ্টা করবো,গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের সহযোগীতা করে শিক্ষা গ্রহণের সুবিধা করে দিবো,আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে,সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবেন। নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন, মাদকমুক্ত এবং অবহেলিত ও মেহনতি মানুষের পাশে সবসময় পাশে থাকবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!