আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ী চাপায় মোটরসাইকেল চালক মোঃ সুরহাব (৪০) নিহত হন।
শনিবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী তেপান্তর হোটেলের সামনের এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী চলন্ত একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাত গাড়ী চাপা দিলে মটরসাইকেল চালক মোঃ সুরহাব গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করলে ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সুরহাব উপজেলার বিরুনীয়া ইউনিয়নের বিরুনীয়া গ্রামের মৃত ঈসমাইলের ছেলে। সে বিভিন্ন ফার্নিচার দোকানে ডিজাইনারের কাজ করতো।
ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মশিউর রহমান বলেন, সকালে অজ্ঞাত গাড়ী চাপায় মোটরসাইকেল চালক মোঃ সুরহাব (৪০) আহত হলে তাকে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।