
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের চেয়ারম্যান পদে জাতীয় পার্টির পার্থী হিসাবে বিশিষ্ট সমাজ সেবক গরীব দুঃখী মানুষের বন্ধু,জাতীয় তরুন পার্টি ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক ও ফুলপুর উপজেলা শাখার আহবায়ক তরুণ রাজনীতিবিদ ও পল্লীবন্ধুর আদর্শের সৈনিক উজ্জল খান দলীয়
নেতাকর্মী সমর্থক ও সাধারণ জনতাকে সাথে নিয়ে প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় করছেন। ইউনিয়নবাসীর প্রিয় মুখ উজ্জ্বল খান বলেন, বওলা ইউনিয়নবাসী পরিবর্তন চায়, সেই পরিবর্তনের কান্ডারী হিসাবে পল্লীবন্ধু প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে ইউনিয়নের জনসাধারণ আমাকেই মনোনীত করেছে। সুযোগ ও সময় এসেছে পরিবর্তনের,তাই তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। বওলা ইউনিয়নবাসী দলমত নির্বিশেষে সকলেই বিশিষ্ট সমাজ সেবক উজ্জল খানকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। উলেখ্য, এলাকাবাসীর আপদ-বিপদের পরীক্ষিত বন্ধু-শুভাকাঙ্খী উজ্জ্বল খান চেয়ারম্যান পদে নির্বাচনের খবরে সর্বস্তরের জনগণ ও ভোটারবৃন্দ উদ্বেলিত-উচ্ছাসিত। যে নেতা সুখ-দুঃখে এলাকাবাসীর সাথে থাকে, তাঁকে জনপ্রতিনিধি পদে দেখতে আগ্রহের যে কমতি থাকে না, বিভিন্ন এলাকায় তার গণসংযোগে অবহেলিত এই এলাকার আবালবৃদ্ধবনিতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি হয়ে উঠে লক্ষনীয়। সবাই আবেগ আর ভালোবাসা দিয়ে উজ্জল খানকে বুকে জড়িয়ে তাদের ভালো লাগা আর ভালোবাসার বর্হিপ্রকাশ ঘটালেন। উজ্জল খান তাঁর চিরাচরিত হাস্যোজ্জ্বল মুখে ক্লান্তিহীন ভাবে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।
