ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফারজানা ইয়াসমিন পিংকি( ২৮)নিহত হন। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬.১০ মিনিটে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পৌর এলাকার কাঠালী রাসেল মিলের সামনে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় ময়মনসিংহ গামী মটর সাইকেল কে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে পেছন থেকে ছিটকে পরে ঘটনা স্থলে মারা যায়। নিহত পিংকি ময়মনসিংহ সদর কোতোয়ালি থানার দিঘারকান্দা এলাকার আব্দুস সাত্তারের মেয়ে। সে অর্থ মন্ত্রনালয়ে পরিক্ষা দিয়ে আসার সময় এ দূর্ঘটনার স্বীকার হয়। ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান আমরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।