গতকাল শনিবার বিকাল ৪:০০টায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১০ নং কালাদেহ ইউনিয়ন জাতীয় পার্টি কর্তৃক “উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা “অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে যোগদান করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব নাজমুল হক সরকার এবং আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় ছাত্রসমাজের বারবার নির্বাচিত সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিবুল্লাহ।
এছাড়া সভার সভাপতিত্ব করেন ১০ নং কালাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডা: আব্দুস সালাম মিয়া এবং উক্ত সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টির ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।