Header Image

চাঁদপুর সদরের চান্দ্রায় নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ

 

মোঃ ফাহাদ শেখ, চাঁদপুর সদর প্রতিনিধি:

 

আগামী ১১ই নভেম্বর ইউপি নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ১২নং চান্দ্রা ইউনিয়নে নৌকা মার্কা বিজয় সুনিশ্চিত করতে ও মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি’র নির্দেশে ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছে।

ইউপি নির্বাচনকে সামনে রেখে চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়েছে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোর মতো এই নির্বাচনও নৌকার প্রার্থী ২০০৬ সালের শ্রেষ্ঠ চেয়ারম্যান, স্বর্ন পদক প্রাপ্ত, শহিদ মুক্তিযুদ্ধের পরিবারের সন্তান,ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারীকে বিপুল ভোটে বিজয়ী করতে অতীতের সকল দ্বিধাবিভক্তি ভুলে নেতা-কর্মীরা সকলেই ঐক্যবদ্ধ। ইউনিয়নের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে খান জাহান আলী কালু পাটোয়ারীকে ইউপি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার প্রত্যয় দেন।

২৮ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দ্রা বাজারে নৌকা মার্কা বিজয়ের লক্ষো নির্বাচনীয় অফিস উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান, ডাঃ লক্ষ্মণ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন খান, হাবিবুর বাশার খন্দকার, খালেক মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত মুকুট চৌধুরী,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ মোঃ আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন মিয়া (বাবু) ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতাউর রহমান রাজু পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাকসুদ উল্লাহ বেপারী, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান মল্লিক, সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন (ইবু), আনোয়ার হোসেন ডিপটি ভুঁইয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!