Header Image

ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন উপলক্ষে ২ দিনের কর্মশালা অনুষ্ঠিত

 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট ও পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদের নিয়ে ২ দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ শে অক্টোবর) সকাল ১০টায় উপজেলা ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ কর্মশালা শুরু হয়।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর জেলা প্রশাসক খালেক মোহাম্মদ জাকী, জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন (বিপিএম, পিপিএম বার), অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) মমিনুল করিম, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ-আল রাজীব, উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির কর্মশালা পরিদর্শনে আসেন। এ সময় পরিদর্শনকারী টিম ইভিএম পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণে কি জানলেন এবং কোন সমস্যা থাকলে তার প্রশ্নোত্তর পর্ব সম্পন্ন করেন।

শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ অন্যান্য পরিদর্শনকারী টিম ঘোড়াঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে মেয়র, সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় মিলিত হন।

২ দিন ব্যাপী কর্মশালায় প্রশিক্ষক ছিলেন রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার সাহাতাম উদ্দিন, ঘোড়াঘাট পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মানিক, হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার শফিকুর আকন্দ, বিরল উপজেলা নির্বাচন অফিসার মোঃ কুদ্দুস সরকার, বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আঁখি সরকার।

কর্মশালায় ৯ জন প্রিজাইডিং অফিসার ও ৭৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার সহ ১৪৮ জন পুলিং অফিসার ২ দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণ করেন। আগামী ২ রা নভেম্বর ঘোড়াঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!