আনোয়ার হোসেন তরফদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় কবি-সাহিত্যিকদের মিলনমেলা, ‘বাংলা কবিতায় হেমন্ত’ বিষয়ক আলোচনা সভা ও ভালুকা কবিতা উৎসব-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
্শুক্রবার(২৯অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত দশটা পর্যন্ত আনন্দমুখর পরিবেশে ভালুকা কবিতা উৎসব, সাহিত্য সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
কবি ড. সেলিনা রশিদের সভাপতিত্বে ও উৎসবের সমন্বয়ক, কবি-ছড়াকার সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় এ উৎসবে ঢাকা,গাজীপুর,ময়মনসিংহ,ত্রিশালসহ বিভিন্ন অঞ্চল থেকে আলোচক ও অথিতি কবি হিসেবে অংশ নেন কবি মাহমুদ আল মামুন, কবি-সম্পাদক অধ্যাপক সাব্বির রেজা, কবি-প্রাবন্ধিক আসাদ উল্লাহ, কাব্যকথা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক পূঁথিসম্রাট জালাল খান ইউসুফী, নাট্যকার আফতাব বিন তমিজ, কবি-কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, আবৃত্তিকার আফতাব আহমেদ মাহবুব, কবি-ছড়াকার সফিউল্লাহ লিটন , অধ্যাপক গাজী আব্দুল আওয়াল সবুজ, কবি রিয়েল আব্দুল্লাহ, কবি আবুল বাশার শেখ, কবি মোহামম্মদ জালাল উদ্দিন, কবি চাষা জহির কবি-শিক্ষক শফিকুল ইসলাম খান, সাংবাদিক-শিল্পি রফিকুল ইসলাম, কবি মুরাদ দাস্তগীর, মাহাদী হাসান খান, কবি-গল্পকার এরশাদ আহমেদ, ফারকুলিত হায়দার,বাটাজোর কলেজের প্রভাষক আফম আফজাল হোসেন, কবি অমৃত দেবনাথ,আফরিন আক্তার তিথি, কবি-তাসলিমা খাতুন, কবি আঃ হামিদ পাঠান, নজরুল ইসলাম, কবি মাসুদ রানা, নুর মোহাম্মদ, কবি তুষার ঘোষ, কবি আফসানা আফাজ, মমিন মিয়া, আকতার হোসেন, আনোয়ার সাগর, দিলরুবা বেগম শিল্পি, প্রদীপ কুমার তপু, রফিকুল ইসলাম লিটন, জীহাদ চৌধুরী, আবৃত্তিকার মো. আনোয়ার, রুদ্র সাদাত প্রমূখ।
কবিতা উৎসবে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ, সম্মাণনা ও পুরষ্কার প্রদান, আলোচনা ও ভূড়িভোজের আয়োজন করা হয়। উৎসবে সম্মাণনা প্রাপ্তরা হলেন কবি মাহমুদ আল মামুন, কবি -প্রাবন্ধিক আসাদ উল্লাহ, পূঁথিসম্রাট জালাল খান ইউসুফী, নাট্যকার আফতাব বিন তমিজ ও মরণোত্তর ঔপন্যাসিক ফরাজি জুলফিকার হায়দার।
অনুষ্ঠানে ভালুকা সাহিত্য সংসদের ২১ সদস্যের কমিটিতে কবি সেলিনা রশিদকে সভাপতি ও কবি সফিউল্লাহ আনসারীকে সাধারন সম্পাদক হিসেবে প্রকাশ করা হয়।