অামিনুল ইসলাম লিটন:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নের কাচতলা দক্ষিণপাড়া গ্রামের সৌদি প্রবাসী জয়েন উদ্দিনের বাড়িতে থেকে গত শনিবার ৩০শে অক্টোবর সকালে নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরকীয়ার জেরে তাদেরকে কুপিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়, দিগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন সৌদি প্রবাসী জয়েন উদ্দিনের -মা- জমিলা বেগম (৬০) স্ত্রী সুমি বেগম ২৫ ও সুমির পরকীয়া প্রেমিক শাহ জালাল (৩০) এ ঘটনায় চার বছরের শিশুপুত্র শাফি। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
স্থানীয়রা জানায়, সুমি বেগম পরকীয়া প্রেমিক শাহ জালালের বাড়ি কালিহাতী পৌরসভার সাতুরিয়া গ্রামে, তিনি সোহরাব আলীর ছেলে। গৃহবধূ সুমি বেগম, ঘাটাইলের দক্ষিণপাড়া সুতার বাড়ি জিন্নাত আলীর মেয়ে। সুমি ও শাহ জালালে লাশ ঘরের বিছানার উপর এবং জমিলা খাতুন এর লাশ ঘরের মেঝেতে পড়ে ছিল। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তিন জনের লাশ উদ্ধার করার পর।
ওই ঘরের দেয়ালে রক্ত দিয়ে লেখা রয়েছে। এমনটা হতো না, যদি সুমি আমার কাছে থাকতো এই সবকিছুর জন্য সুমির বাবা দায়ী। এতে ধারণা করা হচ্ছে প্রেম ও পরকীয়া বা ত্রিমুখী পরকীয়া সংক্রান্ত ঘটনা থেকে চাঞ্চল্যকর ট্রিপল হত্যার ঘটনাটি ঘটতে পারে।
প্রবাসী জয়েন উদ্দিনের ভাইয়ের স্ত্রী শাহনাজ বলেন, আমার শাশুড়ি প্রতিদিনই সকালের নামাজ পড়ে হাঁটতে বের হন, আজকে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু শাশুড়ি ও সুমির কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, ঘরে মূল দরজায় তালা থাকায় তাদেরকে অনেক ডাকাডাকি করেও কারো কোন সাড়াশব্দ না পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে পাড়া-প্রতিবেশী কে খবর দেই।
পরে গ্রামবাসী ঘটনাস্থলে এসে, শাবল দিয়ে তালা ভেঙ্গে ফেলে, ঘরে প্রবেশ করেই তিন জনের মরদেহ দেখতে পায়, আর শিশুটিকে মুমূর্ষ অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনাস্থল থেকে চাকু ও ছোরা উদ্ধার করা হয়েছে,
নিহত ঝামেলার দুই মেয়ে সোনাবানু ও জানায় সকালে শুনলাম-মা-মারা গেছে, কিন্তু বাড়িতে এসে দেখতে পেলাম মাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারী যেই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তবে আমার ভাইয়ের বউ সুমি কিছুদিন আগে একজনের সাথে বাহির হয়ে কিছু দিন ছিলো।
পরবর্তীতে আবার ভাই জয়েন উদ্দিন সৌদি থেকে ছুটি নিয়ে বাড়িতে আসার পর, স্ত্রী সুমিকে পুনরায় সেখান থেকে ফিরিয়ে এনে আবার নতুন করে সংসার জীবন ভালোই চলছিল। ২৯শে জুলাই ২০২১ এ বছরেই আমার ভাই রুজি রোজগারের জন্য সৌদি আরবে আবার চলে যাওয়ার অল্পদিনের মধ্যেই আজকের এ দর্ঘটনাটি ঘটলো।
দিগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূ সুমি বেগম ও শাহজামালের পরকীয়ার কারণেই এ মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটেছে, চাঞ্চল্যকর এ ঘটনার খবর পেয়ে পুলিশ, রেব, পিবিআই, সিআইডি, কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘাটাইল থানর (ওসি) আজাহারুল ইসলাম সরকার জানান ঘটনাটি কে বা কারা কখন ঘটিয়েছে তাৎক্ষণিক ভাবে তা জানা যায়নি, তবে পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে দ।
ঘটনাস্থল পরিদর্শন করে র্যাব ১২ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার মোঃ আব্দুল্লাহ আল মামুন তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত সম্পর্ক থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে তবে হত্যাটি আত্মঘাতী’ হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ,আমরা সেই বিষয়গুলো মাথায় রেখে ছায়া তদন্ত করেছি আশা করি দ্রুত সময়ে মধ্যে ঘটনার আসল কারণ জানা যাবে।