ফাতেমা শবনম:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১নং ধানীখোলা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী মামুনুর রশিদ সোহেলের বিজয় নিশ্চত করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা করা হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ধানীখোলা উচ্চ বিদ্যালয় মাঠে ধানীখোলা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসভা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ধানীখোলা ইউনিয়নের নৌকা মনোনীত প্রার্থী মামুনুর রশিদ সোহেল।
উক্ত নির্বাচনী জনসভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন খান, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র যুগ্ন আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ,
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট জিয়াউল হক সবুজ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ও সাবেক পরিষদ সাবেক ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলাম মন্ডল, সাবেক ধানীখোলা ইউপি চেয়ারম্যান এস এম জলিল ফরাজী, ত্রিশাল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন, ত্রিশাল পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোকছেদুল আমীন মৃধা,
উপজেলা আওয়ামীলীগের সদস্য মাইনুল মতিন নয়ন তালুকদার, ময়মনসিংহ তাঁতীলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান সূরজ, উপজেলা কৃষকলীগ সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জল, উপজেলা স্বেচ্ছালীগ সিনিয়র যুগ্ম আহবায়ক ইমাম হোসেন সাজু প্রমুখ।