Header Image

আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকে প্রার্থী ইদ্রিস কোম্পানির সমর্থনে পথসভা অনুষ্ঠিত

 

ইসমাইল হোসেন সোহাগ, বিশেষ প্রতিনিধিঃ

 

বান্দরবানের লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নে ৬নং ওয়ার্ডের কম্বনিয়া পাড়ায় বাংলাদেশ আওয়ামী- লীগের মনোনীত পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী- লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জননেতা মুহাম্মদ ইদ্রিস কোম্পানির সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

০১ নভেম্বর”২০২১ইং সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কম্বনিয়া এলাকায় এ পথসভার আয়োজন করা হয়। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ নৌকা মার্কার প্রার্থীর সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে সমবেত হয়।

পথসভায় প্রবীন আ.লীগনেতা মোঃ আহমদ মিঞার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও সাবেক সফল ৫নং সরই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মোহাম্মদ আলী সিকদার।

পথসভা বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকে পদপ্রার্থী, সরই ইউনিয়নের আগামীদিনের কর্ণধার ও লামা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস কোম্পানি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন সেলিম, উপজেলা মোটরচালক লীগের সভাপতি মোঃ সমির, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক বাবু দুর্য্যধন ত্রিপুরা, সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, আজিজুর রহমান, মোঃ আইয়ুব সিকদার, খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম ডলার, ইউপি সদস্য মোঃ নাছির উদ্দীন, ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের।

অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক চৌধুরী, ৫নং সরই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ সেলিম, ইউনিয়ন তাঁতী- লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাইফুল ইসলাম, মোসলিম, হারুন, খোকন, ছাত্রলীগের সভাপতি সুমন তংচংগ্যা, সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল আলম, জয়নাল আবেদীন, নুরুল আলম, শাকিল, আরিফ, ছোটন সহ আওয়ামী, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী সহ আরও অনেকেই।

এসময় বক্তারা বলেন, নৌকার গণ জোয়ার সৃষ্টি হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১১ নভেম্বর”২১ইং নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার বিজয়কে নিশ্চিত করার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!