সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ :
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ৫নং গোয়াতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ,বীরমুক্তি যোদ্ধা মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার এর সুযোগ্য পুত্র দুই দুই বার সফল চেয়ারম্যান মোঃ জাকিরুল ইসলাম তালুকদার টুটন ( আনারস) প্রতিকে মোড়ে মোড়ে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল গনসংযোগ ও পথসভা করেন।
মো:জাকিরুল ইসলাম তালুকদার টুটন একাধিক গনসংযোগে বলেন,আমি এই এলাকায় দুই দুই আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। জনগণের প্রত্যাশা আর এলাকার উন্নয়নের কাজ করবেন বলে তিনি সবার সহযোগিতা ও আনারস প্রতিকে ভোট প্রার্থনা করছি।তিনি ব্যবসার পাশাপাশি এলাকার বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম। ৫নং গোয়াতলা ইউনিয়নে আমার কাছে যে কেউ উন্নয়ন মুলক ও অর্থনৈতিক সহযোগিতা কেউ খালি হাতে ফিরে যায়নি এবং তাদের দাবি দাওয়া পুরন করেছি।এলাকার গরিব হতদরিদ্র মানুষের মনে জায়গা করে নিয়েছি । অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ জয় হবো।
টুটন তিনি আরো বলেন, গুন্ডা বাহিনী যতই সন্ত্রাসী কর্মকাণ্ড করুক আর ভয়-ভীতি দেখাক তাতে আমার জনপ্রিয়তা কমাতে পারবে না,সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় প্রচারনায় বাধা দেওয়া হচ্ছে ।
জানাযায়, কোভিড ১৯ করোনা ভাইরাস দুই বছর, ঈদুল ফিতর, ঈদুল আজহা সময় গরীব হতদরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছেন জাকিরুল ইসলাম তালুকদার টুটন । তিনি সাদা মনের মানুষ বললেই চলে, তার মনের ভিতর কোন হিংসা বিদ্বেষ নেই। গণসংযোগ ও পথ সভা করেন,গোয়াতলা বাজারে মোড়ে মোড়ে পথ সভা করেন নিদলীয় প্রাথী জাকিরুল ইসলাম তালুকদার টুটন ।
এ সময় সঙ্গে ছিলেন গোয়াতলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ সঙ্গে ছিলেন।
রবিবার (৩১ অক্টোবর) রাতে গোয়াতলা ইউনিয়নে বিলমিয়া কান্দা সংক্ষিপ্ত মিটিং এ চেয়ারম্যান প্রার্থী জাকিরুল ইসলাম তালুকদার টুটন বলেন, গোয়াতলা এমন উন্নয়ন করেছি যে রাত আর দিন।বিগত দশ বছর যাবৎ আপনাদের পাশে আছি।সেটা একটা ভালবাসার বন্ধন।
গোয়াতলার উন্নয়নের জন্য একটি রুপ রেখা তৈরি করেছি।উন্নয়ন সড়ক গুলো নাম্বার ফালাতে হয়। রাস্তা আই ডি না পড়লে সড়ক পাকা করা সম্ভব না। অনেক পরিকল্পনা করছি গোয়াতলা ইউনিয়নের জন্য। ইউনিয়ন বাসী যা দিয়েছে তা আমি তাদের ঋন শুধ করতে পারি নাই। জরুরি বৃত্তিতে বাকি কাজ গুলো সম্পন্ন করবো। বিলমিয়া কান্দা মানুষ সব চাইতে নিরীহ মানুষ। তারা সবাই ঐক্য আছে। আমি সব সময় বিলমিয়া কান্দা মানুষের কাছে ঋনি। নির্বাচন চলাকালে একটি মহল আমার পিছে লেগেছে এবং ষড়যন্ত্র করেছে।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন , গোয়াতলা বাজার কমিটির সভাপতি রমজান আলী মন্ডল বলেন, গোয়াতলা বাজারে জোয়ার আসর বসছিল। সেটা টুটন চেয়ারম্যান নিবাচিত হয়ে বাজারের দূনীতি মুক্ত,জোয়া মুক্ত করেছে।আমরা সবাই একজোট।এবার আনারস প্রতিকে নিবাচনে জয়ী হতে পারলে প্রথমেই বিলমিয়া কান্দা উন্নয়ন মুলক কাজ করবো। মজিবুর রহমান বলেন, সাবিক উন্নয়নে পাশে থাকবে। টুটন চেয়ারম্যান কে নিবাচিত না করলে এলাকায় উন্নয়ন হবে না।
মনতাজুর রহমান মনতা বলেন,টুটন চেয়ারম্যান দশ বছর উপকার না করলেও ক্ষতি করে নাই।
মনতাজুর রহমান মনতা বলেন,টুটন চেয়ারম্যান দশ বছর উপকার না করলেও ক্ষতি করে নাই।
আকিকুল ইসলাম শামীম বলেন,অহংকার নেই, আছে শুধু ভালবাসা।
আরিফ রব্বানী বলেন, বিগত নির্বাচনে টুটন এর পক্ষে কাজ করি নাই সে টা ভুল করেছি। তিনি একজন ভালো মানুষ। সভাপতিত্ব করেন সমাজ সেবক আবুল হাসেম।