ফুলবাড়িয়া( ময়মনসিংহ) প্রতিনিধি:
সোমবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২১। এবছর জাতীয় যুব দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ দক্ষ যুব সম্মৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ সারাদেশের ন্যায় দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর – ফুলবাড়িয়ার উদ্যোগে,আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার। বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ আকন্দ দুদু,উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ প্রমুখ।