দিনাজপুর ঘোড়াঘাট প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার মিলন তৃতীয় বারের মত বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তা দিয়ে নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলেন। সকাল থেকেই ভোটারেরা নির্বিঘ্ন ভাবে ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করে।
এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেশ উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন ভোটারেরা। বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার মিলন নারিকেল গাছ প্রতীক নিয়ে ৬ হাজার ৪২২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮০৫ ভোট। অপরদিকে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউনুছ আলী মন্ডল পেয়েছেন ৩ হাজার ৩৬৮ ভোট।
২ হাজার ৬১৭ ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো আব্দুস সাত্তার মিলন পৌর মেয়র নির্বাচিত হয়েছেন।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক নির্বাচনী কন্ট্রোল রুম থেকে এ তথ্য পরিবেশন করেছেন।