ফুলবাড়িয়া( ময়মনসিংহ)প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বুধবার (৩ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে সকালে আওয়ামী লীগের কার্যালয়ে স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু সহ চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাদ আছর বড় পুকুর পাড় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল মালেক সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলহাজ্ব এড. ইমদাদুল হক সেলিম, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া,জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ গোলাম মোস্তফা তপন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, যুবলীগের আহবায়ক মোঃ আব্দুল কুদ্দুস,আওয়ামীলীগ নেতা মোঃ মজিবুর রহমান খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হারুন অর রশীদ,সাবেক ছাত্রলীগের নেতা মোঃ মাহবুবুল হক ছোটন প্রমুখ