আনোয়ার হোসেন তরফদার, ভালুকা ময়মনসিংহ ঃ
যথাযথ মর্যাদা সহকারে সারা দেশের ন্যায় ভালুকায় পালিত হয়েছে ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস। সন্ধ্যায় দলীয় অফিসে দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ খান আরিফ, আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক কাজিন উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল,উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল কবির খান, যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, ছাত্র লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সবুর।