আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্রিশালের হরিরামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী হিসাবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন অাবু সাঈদ।
প্রতিক নয় ব্যক্তি অাবু সাঈদ’র সমর্থনেই ইউনিয়নবাসীর মাঝে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা থাকলেও অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পর ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের রাজনীতিবিদ ও সমাজ সেবক অাবু সাঈদ এর পক্ষে দলবল নির্বিশেষে হরিরামপুর বাসীর মাঝে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
ইউনিয়নবাসী আশায় ছিলেন হরিরামপুরে অাবু সাঈদ আওয়ামী লীগের মনোনয়ন পাবেন।তবে তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ায় হরিরামপুর বাসী অবাক হয়েছেন।
তবে নৌকার বৈঠার দায়িত্ব সঠিক ও জনপ্রিয় ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়নি দাবী করে ত্রিশাল পৌর নির্বাচনের মত হরিরামপুর ইউনিয়নেও নতুন ইতিহাস গঠতে পারে এমন আশংকা অনেকের।