ইসমাইল হোসেন সোহাগ, বিশেষ প্রতিনিধি:
আসন্ন আগামী ১১ নভেম্বর”২০২১ইং লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কা পদপ্রার্থী ও (বর্তমান ইউপি চেয়ারম্যান) উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ জসিম উদ্দিন কোম্পানির সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে৷
০৩ নভেম্বর”২০২১ইং বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের ইসলামপুর বি আলম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে মোঃ বশির আহমদ এর সভাপতিত্বে ও লামা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দীন রানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে পদপ্রার্থী ও (বর্তমান আজিজনগর ইউপি চেয়ারম্যান) উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ জসিম উদ্দিন কোম্পানি।
পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ লামা উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা প্রদীপ দাস, আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আবু ছালেহ, সদস্য সচিব সেলিম রেজা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ সাহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি মংক্যাহ্লা মার্মা, সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ শাহিন, ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আতাউর রহমান রুহেল সহ আরও অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ১১ নভেম্বর”২০২১ইং আজিজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের ধরা অব্যহত রাখতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন৷ কারণ আপনাদের একটি মূল্যবান ভোটের মাধ্যমে যোগ্যবান প্রার্থীকে বিজয় করতে পারে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে। বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগ সরকার জনবান্ধব এবং উন্নয়নমুখী সরকার। এই সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং বর্তমানেও অব্যাহত রয়েছে।
বক্তারা আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কা’কে বিজয়ী করতে হবে। তাই আমরা সকলেই মান-অভিমান ভূলে গিয়ে নৌকা মার্কা তথা জসিম উদ্দিন কোম্পানিকে বিজয় করতে এক সাথে কাজ করার আহ্বানও জানান৷
অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর কন্ঠ পত্রিকার সম্পাদক কাইছার হামিদ, লামা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, যুবলীগনেতা মোঃ রায়হান রিংকু, সাংবাদিক ইলিয়াস হোসেন, ছাত্রলীগনেতা নিহাল, খোকা,সাইফুল ইসলাম সায়েম সহ বিভিন্ন পযার্য়ের রাজনৈতিক নেতাকর্মী ও অত্র ইউনিয়নের জন-সাধারণ৷